চলুন উপাত্ত সম্পর্কে একটু ধারণা নেই


সাধারণরত  তথ্য এর ক্ষুদ্রতম একক হলো  উপাত্ত যা একক কোনো ধারণা বুঝায় বিশ্বগ্রামে  উপাত্ত প্রসেসিং করে তথ্যে পরিণত করা হয়। অর্থাৎ  কোনো শব্দ, সংখ্যা, ছবি, প্রতীক ইত্যাদি যে কোনো কিছুই  উপাত্ত হিসেবে চিহ্নিত হতে পারে।


নিচে উপাত্তের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো:

*উপাত্ত হলো প্রক্রিয়াকরণের পূর্ব অবস্থা ,যা কম্পিউটারের আউটপুট হিসেবে ব্যবহৃত হয়।

*সকল তথ্যই উপাত্ত ।

*উপাত্ত  কোনো কিছুর অর্থবহ কিংবা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারে না।

*উপাত্ত তথ্যের ওপর নির্ভর করে না ।


আরও পড়ুন:ই-কমার্স  কাকে বলে

Theme images by Jason Morrow. Powered by Blogger.