স্বামী স্ত্রীর রক্তের গ্রূপ একই হলে কি সমস্যা হয়?
উপমহাদেশে সিংহভাগ মানুষের রক্তের গ্রুপ `বি`। সেখানে স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপের মিল হবে সেটাই স্বাভাবিক। এতে কোনো সমস্যা হয় না।
কিন্তু যদি স্ত্রীর নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং স্বামীর পজিটিভ গ্রুপ থাকে তাহলে সমস্যা হয়ে থাকে। যাকে Rh Isoimmunization বলে। সেটারও সহজ চিকিৎসা বা টিকা আছে।
অনেকের ভ্রান্ত ধারণা- বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার থ্যালাসেমিয়া হয়। এটাও সম্পূর্ণ ভুল ধারণা।
কারণ, থ্যালাসেমিয়া রোগ ক্রোমোজোম এবনরমালিটি থেকে হয়।
স্বামীর রক্তের গ্রুপ স্ত্রীর রক্তের গ্রুপ সন্তানের অবস্থান-
পজিটিভ(+) পজেটিভ(+) সুস্থ সন্তান।
নেগেটিভ (-) নেগেটিভ (-) সুস্থ সন্তান।
নেগেটিভ (-) পজেটিভ (+) সুস্থ সন্তান।
পজিটিভ (+) নেগেটিভ (-) প্রথম সন্তান সুস্থ, দ্বিতীয় থেকে সমস্যা।
তাই ২য়টা সুস্থ রাখতে টিকা দিতে হবে।
লেখকঃ মৃন্ময় পাল কাব্য